ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনার দুটি আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি

নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার ভোটে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এসময় তিনি পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। রোববার বিকাল ৩টায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। 

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের ক্যাডাররা আমার দলের লোকদের ভোট প্রদান এবং ভোটকেন্দ্রে যেতেও বাধা প্রদান করে। ভোটগ্রহণ শেষের প্রায় ঘণ্টাখানেক পূর্বে কেন বর্জনের ঘোষণা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল থেকেই নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। এমনকি এজেন্টদের কেন্দ্রে থাকতে দেয়া হয়নি। তাই দুপুর ১ টার সময়েই ভোট বর্জনের ঘোষনা দেন। এদিকে প্রিজাইডিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। তাই পরে প্রেস ক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন তিন। 

এদিকে দুপুর দুইটায় একই অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন নেত্রকোনা ৩ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর