ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টাঙ্গাইলের ৮টি আসনে শান্তিপূর্ণ নির্বাচন শেষে ভোট গণনা শুরু
মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ৮টি আসনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। সকালে জেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। 

টাঙ্গাইলের ৮টি আসনের ৪টিতে বিএনপি প্রার্থীরা ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তুলে পুন:ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়া জেলার ৮টি আসনে বিচ্ছিন্ন টুকিটাকি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর) আসনে বিএনপি প্রার্থী সরকার শহীদ, টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের প্রার্থী সুলতান সালাহ উদ্দিন টুকুর পক্ষে তার ভাই জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের প্রার্থী লুৎফর রহমান খান আজাদ ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচনে ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে পুন:ভোট গ্রহণের দাবি করেন।

জেলার ১২টি উপজেলার ৮টি আসনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর