ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুনরায় তফশীল ঘোষণা করে ভোটগ্রহণের দাবি জানালেন মান্না
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
ফাইল ছবি

নাগরিক ঐক্যের আহবায়ক ও বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন, ধানের শীষের সমর্থক ও ভোটারদের ভোট প্রদান করতে দেওয়া হয়নি। নির্বাচনের কোন পরিবেশ ছিল না। ভোটারদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে। সে কারণে পুনরায় তফশীল ঘোষণা করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি। 

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে বগুড়া-২ শিবগঞ্জ আসন থেকে জয়লাভ করার কোন সম্ভাবনা দেখছেন না। রবিবার দুপুরে বগুড়া শহরের হোটেল নাজগার্ডেনে প্রেস বিফ্রিং করে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

এসময় মাহমুদুর রহমান মান্না আরও বলেন, রাত ১২টা থেকে মহাজোট প্রার্থীর পক্ষে লাঙ্গল প্রতীকে ব্যালট পেপারে সীল দিয়ে বাক্স ভরানো হয়েছে। ফজরের নামাজের পর থেকে প্রতি সেন্টারে ককটেল বিস্ফোরণ করে ভোট ডাকাতি করা হয়েছে। সকালে ভোট কেন্দ্রগুলিতে পুলিশ তালা দিয়েছে।    এসময় তার সাথে ছিলেন নাগরিক ঐক্যের সদস্য আতিকুর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক নাজমুল হাসান, বগুড়া জেলা বিএনপির নেতা এ্যাড: আব্দুল বাছেদ প্রমুখ। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর