ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ছোট দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ, বিরলে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ এক ব্যক্তি হার্ট অ্যাটাক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 

বিজিবি মনিটরিং সেল এর নিয়ন্ত্রনকারী কর্মকর্তা দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহবার হোসেন ভূইয়া জানান, রবিবার সকালে পার্বতীপুরের আদর্শ বিদ্যানিকেতনে ভোট গ্রহণ কালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলেও কেউ আহত হয়নি।

অপরদিকে, রবিবার সকালে দিনাজপুরের বিরলের শহরগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট কেন্দ্রের সামনে প্রতিপক্ষ দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সকাল ১১টার দিকে কিনা মোহাম্মদ নামে এক ভোটার হার্ট-অ্যাটাকে মারা যায় বলে তার পরিবার ও স্থানীয়রা জানান। 

কিন্তু বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, সেখানে কোন ঘটনা ঘটেনি। কিনা মোহাম্মদ ভোট দিয়ে ফেরার সময় হার্ট অ্যাটাক মারা গেছেন। সে বিরলের লক্ষীপুর গ্রামের মৃত মোহাম্মদের ছেলে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর