ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাবনার ৫টি আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী
পাবনা প্রতিনিধি

পাবনার পাঁচটি আসেন নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

পাবনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকু নৌকা প্রতীকে মোট  ১২০টি কেন্দ্রে ২ লক্ষ ৮২ হাজার ৯ শত ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩ শত ৯১ ভোট। 

পাবনা-২ আসনে ১০৩টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আহমেদ ফিরোজ কবির নৌকা প্রতীকে ২ লক্ষ ৪২ হাজার ৬ শত ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩ শত ৮৩ ভোট। 

পাবনা-৩ আসনে ১৭১টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন নৌকা প্রতীকে ৩ লক্ষ ১৯ হাজার ৯ শত ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কেএম আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮ শত ২০ ভোট। 

পাবনা-৪ আসনে ১২৯টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শামসুর রহমান শরিফ ডিলু নৌকা প্রতীকে ২ লক্ষ ৪৭ হাজার ৯ শত ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৩ শত ৮৩ ভোট। 

পাবনা-৫ আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নৌকা প্রতীকে ২ লক্ষ ১২ হাজার ৩ শত ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের (জামায়াত) প্রার্থী অধ্যক্ষ হাফেজ মোহাঃ ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫ শত ৫১ ভোট। 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর