ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামের ১৬ আসনেই মহাজোট বিজয়ী
রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬ আসনেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী চট্টগ্রাম শহরের ৬টি আসনে ৭৫ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।  

বিজয়ী ও প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীদের ভোট যথাক্রমে; 

চট্টগ্রাম-১ মীরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৬৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে ৩৯৯১ ভোট পেয়েছেন। 

চট্টগ্রাম-২ ফটিকছড়েতে নজিবুল বশর মাইজভাণ্ডারি (তরিকত ফেডারেশন) নৌকা প্রতীকে ২ লাখ ৩৮হাজার ৪৩০ ভোট, কর্নেল (অব) আজিম উল্লাহ বাহার ধানের শীষ ৪৯ হাজার ৭৫৩।

চট্টগ্রাম-৩ সন্দীপে মাহফুজুর রহমান মিতা নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬২ হাজার ৩৫৩ এবং মোস্তাফা কামাল পাশা ধানের শীষ নিয়ে ৩১২২ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডে দিদারুল আলম নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৬৬ হাজার ১১৮ ভোট, আসলাম চৌধুরী ধানের শীষ নিয়ে পেয়েছেন ৩০০১৪ ভোট।

চট্টগ্রাম-৫ হাটহাজারী ব্যারিস্টার আনিসুল ইসলাম (জাতীয় পার্টি) ২ লাখ ৭৭ হাজার ৯০৯, সৈয়দ মো. ইব্রাহীম ধানের শীষ প্রতীক নিয়ে ৪৪ হাজার ৩৮১ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৬ রাউজানে এবিএম ফজলে করিম নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৪২ এবং জসীম ঊদ্দিন সিকদার ধানের শীষ ২০৩৭ ভোট।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ায় ড. হাসান মাহামুদ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ১৭ হাজার ১৫৫, নুরুল আলম ধানের শীষ নিয়ে ৬ হাজার ৬৫ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৮ বোয়ালখালীতে মাঈনুদ্দিন খান বাদল (জাসদ) ২ লাখ ৭২ হাজার ৮৩৮ এবং আবু সুফিয়ান ধানের শীষ নিয়ে ৫৯ হাজার ১৩৫ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌকা ২ লাখ ২৩ হাজার ৬১৪ ভোট এবং শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ১৭ হাজার ৬৪২ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১০ ডা. আফসারুল আমিন নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮৭ হাজার ৪৭ এবং আব্দুল্লাহ আল নোমান ধানের শীষ নিয়ে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়েছেন। 

চট্টগ্রাম-১১ বন্দরে এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮৩ হাজার ১৬৯ ভোট এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ৫২৮৯৮ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১২ পটিয়ায় সামশুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৩ হাজার ১৭৯ এবং এনামুল হক ধানের শীষ নিয়ে ৪৪ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১৩ আনোয়ারায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৪৩ হাজার ৪১৫ এবং এম এ মতিন মোমবাতি প্রতীক নিয়ে ৩৭৯৪, সরোয়ার জামাল নিজাম ধানের শীষ নিয়ে ৩ হাজার ১৫৩ ভোট পেয়েছেন। 

চট্টগ্রাম-১৪ চন্দনাইশায় নজরুল ইসলাম চৌধুরী নৌকা ১ লাখ ৮৯ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে বেসরকারি সূত্রে জানা গেছে। আসনটিতে কর্নেল (অব) অলি আহমদ (এলডিপি) ছাতা প্রতীকে ২১ হাজার ৯৪৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৬৯ হাজার ৩৭৫ ভোট এবং আ ন ম শামসুল ইসলাম (জামায়াত নেতা) ধানের শীষ নিয়ে ৫৩ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১৬ বাশখালিতে মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫ হাজার ৩৪১ এবং জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষ নিয়ে ২৬ হাজার ৩৭০ভোট পেয়েছেন।

ডিসেম্বর ২০১৮/৩১ ডিসেম্বর ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর