ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইভিএমে ভোট পড়েছে ৫১.৪১ শতাংশ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্য ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোট পড়েছে ৫১ দশমিক ৪১ শতাংশ।

ইভিএমের আসনগুলো হলো ঢাকা-৬ ও ১৩, খুলনা-২, সাতক্ষীরা-২, রংপুর-৩ ও চট্টগ্রাম-৯। এসব আসনের রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফল থেকে জানা যায়, ছয়টি আসনের মোট ভোটার আছে ২১ লাখ ২৪ হাজার ৫৬২ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১০ লাখ ৯২ হাজার ২৬৪ জন। অর্থাৎ প্রদত্ত ভোটের হার হচ্ছে ৫১ দশমিক ৪১ শতাংশ।

ইভিএমের ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে চট্টগ্রাম-৯ আসনে। এখানে প্রদত্ত ভোটের হার ৬২ দশমিক ৮৬ শতাংশ। আর সবচেয়ে কম পড়েছে ঢাকা-১৩ আসনে। এখানে প্রদত্ত ভোটের হার ৪৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

অন্য আসনগুলোর মধ্যে রংপুর-৩ আসনে ৫২ দশমিক ৩১ শতাংশ, ঢাকা-৬ আসনে ৪৫ দশমিক ৬ শতাংশ, সাতক্ষীরা-২ আসনে ৫২ দশমিক ৮২ শতাংশ এবং খুলনা-২ আসনে ৪৯ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল থেকে জানা গেছে, ছয়টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের চার প্রার্থী এবং দলটির নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির দুজন প্রার্থী জয় পেয়েছেন।

খুলনা-২ আসনে এক লাখ ১২ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদ্দিন। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি পেয়েছেন ২৭ হাজার ৩৭৯ ভোট।

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী দুই লাখ ২৩ হাজার ৬১৪ ভোট পেয়ে জয় পেয়েছেন। এখানে ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন দ্বিতীয়স্থানে আছেন।

সাতক্ষীরা-২ আসনে এক লাখ ৫৫ হাজার ৬১১ ভোট পেয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক পেয়েছেন ২৭ হাজার ৭১১ ভোট।

ঢাকা-১৩ আসনে এক লাখ তিন হাজার ১৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আব্দুস সালাম পেয়েছেন ৪৭ হাজার ২৩২ ভোট।

ঢাকা-৬ আসনে ৯৩ হাজার ৫৫২ ভোট পেয়ে জয় পেয়েছেন মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশীদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী গণফোরাম নেতা সুব্রত চৌধুরী।

রংপুর-৩ আসনে এক লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।

ডিসেম্বর ২০১৮/৩১ ডিসেম্বর ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর