ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিএনপি ছাড়া কোনো আসন পায়নি ২০ দলের শরিকরা
অনলাইন ডেস্ক

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে ২০ দলীয় (সম্প্রসারিত ২৩ দল) জোটের প্রধান শরিক বিএনপির ৫টি আসন ছাড়া জোটের আর কোনো শরিক কোনো আসনে জয়ী হতে পারেনি। 

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ ঘোষিত বেসরকারি ফলাফলে এমন তথ্য দেখা গেছে।

তবে, বিএনপির নেতৃত্বাধীন অপর জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে গণফোরাম দুটি আসন পেয়েছে। এছাড়া বিএনপির সমর্থন দেওয়া বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুল বিজয়ী হয়েছেন। 

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৫৯টি। মহজোটের শরিক জাতীয় পার্টি (লাঙ্গল) ২০টি আসন পেয়েছে। এছাড়া আরও কয়েকটি দল মিলে জোটগতভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন।

বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর