ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বাইডেনের
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ফের লড়ছেন। এরইমধ্যে মার্কিন সুপ্রিম কোর্টের শূণ্য আসন পূরণে তড়িঘড়ি উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। বিচারক নিয়োগে এখই তোড়জোড় করায় ফের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেন। তিনি চান সুপ্রিম কোর্টের শূন্য আসনে নিয়োগ পিছিয়ে দেওয়া হোক। এখনই বিচারক নিয়োগে ট্রাম্পকে সমর্থন না দিতে রিপাবলিকান সিনেটরদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের দ্বিতীয় নারী বিচারক রুথ বাদের গিন্সবার্গ (৮৭) মারা যান। ট্রাম্প বলেছেন, তিনি একই পদে একজন নারী বিচারপতিকে মনোনয়ন দেবেন। আর এ বিষয়েই ভোট পিছিয়ে দিতে সিনেট রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।

ফিলাডেলপিয়াতে রবিবার বাইডেন বলেন, মার্কিন সংবিধান আমেরিকানদের মতামত প্রকাশের সুযোগ দিয়েছে, তাদের সেই মতামত শোনা উচিত, আমেরিকানদের এটি স্পষ্ট করে বলা উচিত যে তারা ক্ষমতার অপব্যবহার সমর্থন করে না। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর