ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাইডেন বললেন ‘ইনশা-আল্লাহ’
অনলাইন ডেস্ক
জো বাইডেন

আরবি শব্দ ‘ইনশা-আল্লাহ’ উচ্চারণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। 

তার এই শব্দ উচ্চারণের পর থেকে টুইটারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। 

বাইডেনের মুখে এমন শব্দ উচ্চারণকে অনেকেই ঐতিহাসিক আখ্যায়িত করেছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাইডেনের সঙ্গে বিতর্কে ট্রাম্পের আয়কর প্রদানের বিষয়টি আলোচনায় আসে। তখন অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস ওয়ালেস বারবার চাপ দেন যে, ট্রাম্প কবে আয়কর দাখিলের তথ্য প্রকাশ করতে পারেন। উত্তরে ট্রাম্প বারবার বলতে থাকেন, আপনারা সময়মতোই তা দেখতে পাবেন।

আর তখনই জো বাইডেন ব্যঙ্গ করে বলেন, কবে? ইনশা-আল্লাহ?

সূত্র: আল-জাজিরা 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর