ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ট্রাম্পকে ‘যোদ্ধা’ বলে ভোট চাইলেন ইভাঙ্কা
অনলাইন ডেস্ক

আগামী ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জমে উঠেছে নির্বাচনের মাঠ, চলছে তর্ক-বিতর্ক। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। গতকাল শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক সমাবেশে এ কথা বলেন ইভাঙ্কা। হোয়াইট হাউসে আরও চার বছরের জন্য ট্রাম্পকে দরকার বলেও উল্লেখ করেন ইভাঙ্কা।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ওহাইও একটি ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ইভাঙ্কা দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিশ্রুতির চেয়েও বেশি কিছু দিয়েছেন দেশকে। গত চার বছরে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সঠিক পথেই নিয়ে গেছেন।

ইভাঙ্কা বলেন, ‘আমেরিকার এখন অন্য যেকোনো সময়ের চেয়ে হোয়াইট হাউসে আরও চার বছরের জন্য একজন যোদ্ধা দরকার। আমার বাবা প্রতিদিন প্রত্যেকের জন্য কঠোর লড়াই করছেন। এখন তার জন্য, দেশের ভবিষ্যতের জন্য লড়াইয়ের সুযোগ এসেছে আমাদের সামনে।’

সমাবেশে জনতার উদ্দেশে ইভাঙ্কা বলেন, ‘৩রা নভেম্বর আপনাদের সহায়তায়, আপনাদের কণ্ঠস্বরে, আপনাদের ভোটে, আমরা আরকটি ঐতিহাসিক জয় পাব। আমরা আমেরিকাকে আগের চেয়ে আরও মহান করে তুলব।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর