ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টুইটারে নাচের ভিডিও দিয়ে ট্রাম্প লিখলেন, ‘ভোট! ভোট! ভোট!’
অনলাইন ডেস্ক
নাচের ভিডিও শেয়ার করে টুইট করেছেন ট্রাম্প

কয়েক মাস নির্বাচনী প্রচার চালিয়েছে। আজ হচ্ছে ভোট। ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে পোস্ট করেছেন। 

মঙ্গলবার সকালে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাগুলো নিয়ে একটি নাচের ভিডিও শেয়ার করে টুইট করেছেন। টুইটে তিনি শুধু তিনটি শব্দ লিখেছেন। আর তা হলো- ভোট! ভোট! ভোট!

ভিডিও তিনি আরও চার বছর লিখে হ্যাশট্যাগ দিয়েছেন, # জয়েন দ্য মোভমেন্ট # ভোট টুডে।

ট্রাম্পের এই নাচের ভিডিও নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। 

অপরদিকে জো বাইডেন মঙ্গলবার এক টুইট বার্তায় জানান, তিনি ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচিত হলেও, তিনি আমেরিকার সবার প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব পালন করবেন।

বার্তায় তিনি বলেন, আমি ডেমোক্র্যাট দলের হয়ে কাজ করছি। কিন্তু আমি যখন নির্বাচিত হবো, আমি হব আমেরিকার রাষ্ট্রপতি। আমি সবার জন্য কাজ করব।

'আমি একই সঙ্গে ডেমোক্র্যাটস ও রিপাবলিকানদের নিয়ে কাজ করবো। যারা আমাকে সমর্থন দেয়নি আমি তাদের জন্যও কাজ করবো। কারণ, আমি আমেরিকার রাষ্ট্রপতি হবো, আর এটিই হচ্ছে রাষ্ট্রপতির কাজ',- বলেন তিনি।

ট্রাম্পের নাচের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।    বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর