ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোট গণনায় কারচুপির আশঙ্কা, শেষ মুহূর্তে আদালতে দ্বারস্থ ট্রাম্প
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

জয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভোট গণনা শুরু হতেই দেখা গেল, তাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এবার ভোট গণনায় কারচুপির আশঙ্কায় নেভাডার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলো ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। তাদের দাবি, নেভাডার সব থেকে বড় কাউন্টি ক্লার্ক-এ ভোট গণনা স্থগিত রাখা হোক।

গত সপ্তাহেই এই আবেদন নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল রিপাবলিকান। যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। অভিযোগ, ক্লার্ক কাউন্টি-তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ভোটগুলো দেয়া হয়েছে, তার সই মিলিয়ে দেখতে দেয়া হচ্ছে না নির্বাচনী পর্যবেক্ষকদের। যতক্ষণ পর্যবেক্ষকরা সেই প্রক্রিয়া সামনে থেকে দেখতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভোট গণনা স্থগিত রাখার দাবি জানিয়েছে রিপাবলিকানরা।

এ বছর করোনা অতিমারির আশঙ্কায় বিপুল সংখ্যক মার্কিন নাগরিক মেল করে অগ্রীম ভোট দিয়েছেন আমেরিকায়। এই অগ্রীম ভোটের গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন ট্রাম্প। ক্লার্ক কাউন্টিতেও মূলত এই মেল করা ভোটের গণনা পুদ্ধতি নিয়েই আপত্তি রিপাবলিকান পার্টির। তাদের আশঙ্কা, নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা গণনার ক্ষেত্রে গন্ডগোল করতে পারেন। তাই গোটা প্রক্রিয়াটি আমজনতাকে দেখতে দেওয়া হোক। যে পদ্ধতিতে গণনা চলছে, তাতে স্বচ্ছতা থাকছে না বলে অভিযোগ তোলা হয়েছে।

নেভাডা প্রশাসন তাদের রাজ্যের আইন অনুযায়ী, রিপাবলিকানদের গোটা নির্বাচনী প্রক্রিয়া দেখার দাবি খারিজ করে দেয়। নেভাডার অ্যাটর্নি জেনারেল এবং ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যরন ফোর্ড পাল্টা অভিযোগ করেছেন, নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানরা।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর