ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অনেক খেলা বাকি আছে এখনও : বাইডেন
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন, ‘অনেক খেলা বাকি আছে এখনও। আমরা অপেক্ষা করব।’

নির্বাচনে ভোটগ্রহণ শেষ। গণনা চলছে। মঙ্গলবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে অবস্থান করছেন জো বাইডেন।

নির্বাচনের ফল নিয়ে জো বাইডেন বলেন, অনেক খেলা বাকি আছে এখনও। আমরা অপেক্ষা করব। আজ রাতে যদি কিছু বলার প্রয়োজন পড়ে, তবে আমি বলবো। যদি তেমন কিছু না থাকে, আগামীকাল ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।

নির্বাচনের হারজিতের ফল মেনে  নেবেন কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছেন না তিনি। কী প্রতিক্রিয়া হবে তা নির্ভর করছে ট্রাম্প কী বলেন ও কীভাবে বলেন, তার ওপর।

বাইডেন বলেন, ‘কোন ভোট গণনা করা হবে, আর কোনগুলো হবে না, তা নির্ধারণের কাজ প্রেসিডেন্টদের নয়। আপনারা জানেন ভোটারেরাই ঠিক করেন প্রেসিডেন্ট কে হবেন। তিনি কী করবেন বা বলবেন, তাতে কিছু যায়-আসে না। ভোট গণনা হবেই।’

অন্যদিকে, এই রিপোর্ট লেখা পর্যন্ত বাইডেন ২৩৮ আর ট্রাম্প ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর