ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আত্মবিশ্বাসী ট্রাম্প শিবির
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ট্রাম্প শিবির থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে যেখানে বলা হয়েছে ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।তারা বলছে উইসকনসিনের ভোট পুনর্গণনা হতে পারে এবং তারা আরও বিশ্বাস করেন যে পেনসিলভানিয়ার সংখ্যালঘুদের ভোট তারাই পাবেন।

"আমরা নিশ্চিত করতে চাই যে সব বৈধ ভোট গণনা হয়েছে," বলছেন প্রধান ক্যম্পেইন এডভাইজর জেসন মিলার। তিনি বলেন, "আমরা আরও নিশ্চিত হতে চাই যে অবৈধ ভাবে দেয়া ভোট গণনা হচ্ছেনা"।

এদিকে, নির্বাচনকে হেয় করছে রিপাবলিকানরা বলে দাবি করছে বাইডেন শিবির। জো বাইডেনের ক্যাম্পেইন এডভাইজার বব বাওয়ার বলেছেন ভোট প্রক্রিয়ার ওপর আমেরিকার আস্থা রাখা এবং সব ভোট গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত গণনা অব্যাহত রাখা উচিত।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে 'অমূলক দাবি' করার অভিযোগ করে তিনি বলেন, "আমরা ভোটকে রক্ষার চেষ্টা করবো" সূত্র : বিবিসি বাংলা।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর