ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পেনসিলভানিয়া ও মিশিগানে মামলা করার কথা জানাল ট্রাম্প শিবির
অনলাইন ডেস্ক
ভোট গণনা

গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া ও মিশিগানে পুনরায় ভোট গণনার জন্য মামলা করার কথা জানিয়েছে ট্রাম্প শিবির। ইতোমধ্যে মিশিগানের ফল প্রকাশ হয়েছে। এই অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

ট্রাম্প শিবিরের পক্ষ থেকে উইসকনসিন নিয়েও আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা বাড়ছে। এই অঙ্গরাজ্যেও ইতোমধ্যে বাইডেন জয়ী হয়েছেন। 

ট্রাম্প শিবিরের অভিযোগ ডেমোক্র্যাট কর্মকর্তারা পর্যবেক্ষকদের গণনা কার্যক্রম থেকে ২৫ ফুট বা তারও বেশি দূরে থাকতে বাধ্য করেছে। ফলে তাদের পর্যবেক্ষকদের অর্থবহ কাজের কোনো সুযোগ থাকছে না।

সিএনএনের খবরে বলা হয়, এক বিবৃতি দিয়ে ট্রাম্প শিবির মিশিগানে মামলা করার কথা বলেছে। তবে সিএনএনের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায় এ ধরনের কোনো মামলা হয়নি। ট্রাম্প শিবির যে আদালতে মামলার করার কথা জানিয়েছে, সেই আদালতে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সিএনএন বলছে, সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা মর্গান অ্যাডামস জানিয়েছেন, এ ধরনের কোনো মামলার নথিপত্র আদালত পায়নি।

সূত্র: এপি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর