ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে অ্যারিজোনায় পিছিয়ে পড়তে পারেন ট্রাম্প
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টরাল ভোট সংগ্রহে ক্রমেই এগিয়ে যাচ্ছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। যেসব অঙ্গরাজ্যের এখনো চূড়ান্ত ফলাফল জানা যায়নি তার মধ্যে একটি হল অ্যারিজোনা। সিএনএন জানিয়েছে, এ রাজ্যেও ফলাফলের দিক দিয়ে পিছিয়ে পড়তে পারেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কারণ ট্রাম্প রাজ্যটির প্রয়াত সিনেটর রিপাবলিকান পার্টির নেতা জন ম্যাককেইনকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেছিলেন ট্রাম্প। এমনকি ম্যাককেইন মারা যাওয়ার পরও ট্রাম্প তার সমালোচনা করেছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ম্যাককেইনের মৃত্যু হয়। রিপাবলিকান পার্টির এ নেতার যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল সাধারণ মানুষের মধ্যে। এবারের নির্বাচনে ম্যাককেইনের স্ত্রী সিন্ডি তার সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনের প্রতি। শুধু তাই নয়, তিনি বাইডেনের পক্ষে প্রচারও চালিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে ফলাফলে এখানেও পিছিয়ে পড়তে পারেন যুুক্তরাষ্ট্রে বর্তমান প্রেসিডেন্ট।

আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ পর্যন্ত ২৪৩টি ইলেক্টরাল ভোট পেয়েছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২১৪টি।

বিডি প্রতিদিন/ফারজানা 



এই পাতার আরো খবর