ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন; নেভাডার দিকে নজর সবার
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নেভাডা রাজ্যের ভোটের ফলাফলের দিকে এই মুহূর্তে সবার মনোযোগ। ঐ রাজ্যে দুই প্রার্থীর প্রতিযোগিতা তীব্র।

ক্লার্ক কাউন্টিতে হওয়া এক সংবাদ সম্মেলনে একজন বিক্ষোভকারী ক্যামেরার সামনে লাফিয়ে পড়ে চিৎকার করে বলেন, বাইডেনের অপরাধী পরিবার এই নির্বাচন চুরি করে নিয়ে যাচ্ছে। গণমাধ্যম সেই খবর লুকাচ্ছে।

রাজ্যের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বুধবার আর কোনো ফলাফল না এলেও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় রাত ১১টায়) গণনার ফল প্রকাশ করা হবে।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের সমর্থন করলেও ২০০০ এবং ২০০৪ সালে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশকে সমর্থন দিয়েছিল।

বিডি প্রতিদিন/ফারজানা 



এই পাতার আরো খবর