ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মার্কিন নির্বাচনের হিসাব বিভিন্ন সংবাদ মাধ্যমে আলাদা কেন?
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের লাইভ কাভারেজে প্রার্থীদের আসন পাওয়ার হিসাব যদি আপনি দেখে থাকেন তাহলে কিছুটা বিভ্রান্তই হবেন।

কারণ অনেক সংবাদ মাধ্যম ধরেই নিয়েছে যে অ্যারিজোনা (যেখানে অতিরিক্ত ১১টি ইলেক্টোরাল কলেজের ভোট রয়েছে) এবং উইসকনসিনে (১০টি ইলেক্টোরাল কলেজের ভোট রয়েছে) বাইডেনই জয় পাবেন। যেহেতু ওই সব অঙ্গরাজ্যে বিপুল ভোটে (শতকরা হিসাবে এগিয়ে) থাকা প্রার্থীকে ধরে নেয়া হয় বিজয়ী।  

বিবিসি মনে করে এই অনুমাণ ধরে নিয়ে হিসাব করলে তা কিছুটা অগ্রীম হয়ে যায়।

এ বছর তথ্য নেয়ার ক্ষেত্রে বিবিসি রয়টার্স, নির্বাচনী প্রতিষ্ঠান এডিসন রিসার্চ- যারা জনমত জরিপের তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ করে এবং যুক্তরাষ্ট্রের কিছু নেটওয়ার্ক- যারা জাতীয় নির্বাচনী জরিপ নিয়ে কাজ করে, তাদের সহায়তা নিয়েছে।

উইসকনসিনে ৯৯% ভোট গণনা শেষেও দুই প্রার্থীই হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে।

অ্যারিজোনায় ৮৫% ভোট গণনা শেষ এবং সেখানে বাইডেন ৫১% ভোটে এগিয়ে রয়েছেন আর ট্রাম্প পেয়েছেন ৪৮% ভোট। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর