ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সহিংসতা, অস্ত্র নিয়ে ট্রাম্প সমর্থকদের মহড়া (ভিডিও)
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভোট পুনরায় গণনার দাবিতে মিছিল করছেন ট্রাম্প সমর্থকরা। নিউইয়র্কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে শিকাগো আর ফিলাডেলফিয়াতেও।

অন্যদিকে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর ভোট গণনা বন্ধ নিয়ে দ্বিধায় পড়েছে কর্তৃপক্ষ। ভোট চুরি বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। অ্যারিজোনার ভোট কেন্দ্রে ট্রাম্পের বেশ কয়েকজন সমর্থক অস্ত্র নিয়ে সহিংসতার চেষ্টা করার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ট্রাম্পের পক্ষে পড়া ভোট গণনা করা হবে কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়।

গুরুত্বপূর্ণ নেভাদা রাজ্যে ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা গণ্ডগোল করছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং সহিংসতার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর