ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পেনসিলভানিয়াতেও এগিয়ে বাইডেন
অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। জর্জিয়ার পর এবার পেনসিলভানিয়া রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে গেলেন বাইডেন।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে ছয়টি রাজ্যের মধ্যে চারটি রাজ্যের ফলাফলে এগিয়ে রয়েছেন বাইডেন। পেনসিলভানিয়ায় সর্বশেষ ফলাফলে বাইডেন ভোট পেয়েছেন ৪৯.৫% (৩২,৯৫,৩২৭) এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯.৪% (৩২,৮৯,৭৩১) ভোট। পেনসিলভানিয়াতে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০ ইলেকটোরাল কলেজ জয়ের প্রয়োজন।

অ্যারিজোনা কিংবা নেভাদা এমনকি জর্জিয়া রাজ্য বাদ দিয়েও বাইডেন যদি শুধু পেনসিলভানিয়ায় জয় পান তাহলেও তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। পেনসিলভানিয়ায় জিতলে বাইডেনের জয় হবে ২৭৩টিতে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর