ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কমলার মধ্যেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের ছায়া দেখছে পরিবার
অনলাইন ডেস্ক

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম সাউথ এশিয়ান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। তার মা শ্যামলা গোপালান ভারতীয়। ১৯৬০ এর দশকে শ্যামলা গোপালান যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কমলার বাবা জ্যামাইকান বংশোদ্ভূত। কমলার জয়ে বেশ উচ্ছ্বসিত ভারতে থাকা তার আত্মীয় স্বজন। 

কমলার মামা জি বালাচন্দ্রান শনিবার বলেন, আমরা কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট পেয়েছি, এখন কৃষ্ণাঙ্গ আফ্রো-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট পেয়েছি। আশা করি, ২০২৪ সালে আমরা একজন আফ্রো-আমেরিকান নারী প্রেসিডেন্ট পাবো, সে হল কমলা। 

কমলার জয় নিশ্চিত হওয়া স্বস্তি পেয়েছেন জি বালাচন্দ্রান। তিনি বলেন, খবর শোনার পর আমি সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে।

ছোটবেলায় বেশ কয়েকবার ভারতে এসেছেন কমলা। মায়ের আত্মীয় স্বজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে নতুন মার্কিন ভাইস প্রেসিডেন্টের। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর