ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হোয়াইট হাউজের সামনে হাজার হাজার বাইডেন সমর্থকদের উচ্ছ্বাস
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় ছিল বিশ্ব। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হওয়ার পর উৎসব শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের শহরে শহরে চোখে পড়ছে এখন ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের সমর্থকদের জয় উদযাপনের চিত্র।

বাইডেন সমর্থকরা জড়ো হয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনের এলাকাতেও। বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় উত্তাল ছিল এ এলাকা। ওই সময় ট্রাম্পের বিশেষ বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষও লেগেছিল। তবে এখন একেবারেই ভিন্ন চিত্র। হাজার হাজার বাইডেন সমর্থকরা এখন জয় উদযাপন করছেন সেখানে। নেচে, গেয়ে, সেলফি তুলে প্রিয় প্রার্থীর জয় উদযাপনে সামিল হয়েছেন তারা।

যদিও স্বাভাবিকভাবেই ট্রাম্প সমর্থকদের মন খারাপ। নির্বাচনের কারচুপির অভিযোগ এনে প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে তাদের। পরাজয়ের খবর পেয়ে ভার্জিনিয়া থেকে হোয়াইট হাউজে ফিরেছেন ট্রাম্প। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর