ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাইডেনের সঙ্গে চ্যাম্প এবং মেজরও যাচ্ছেন হোয়াইট হাউসে
অনলাইন ডেস্ক

আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয় লাভ করেছেন। তাই অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন এবার হোয়াইট হাউজে প্রাণের সঞ্চার হবে। কারণ জো বাইডেন প্রাণী ভালোবাসেন।

এ কারণে তার সঙ্গে পোষা দুই কুকুর চ্যাম্প এবং মেজরও হোয়াইট হাউসে যাচ্ছেন। অবশ্য ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকালীন ৪টি বছর প্রায় নিষ্প্রাণ ছিল হোয়াইট হাউজ।

বাইডেনের পোষা কুকুর চ্যাম্প ২০০৮ সাল থেকে তার সঙ্গে আছে। ডেলাওয়্যার হিউম্যান সোসাইটি থেকে ২০১৮ সালে মেজরকে তুলে এনেছিল বাইডেন। এই দুই প্রাণী বাইডেনের মতোই অনুগত। তবে এটা পরিষ্কার যে নবাগত প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চ্যাম্প ও মেজরের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এটি প্রমাণ করে যে, হোয়াইট হাউজে আবারও প্রাণের সঞ্চার হচ্ছে।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে সাশা ও মালিয়াকে নিয়ে তাদের দুই পর্তুগিজ পোষা কুকুর বো ও সানির সঙ্গে হোয়াইট হাউজের লনে বরফ নিয়ে খেলা করত। ২০০৮ সালের মার্কিন নির্বাচনের সময় ওবামা তার মেয়েকে পোষা কুকুর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি অবশেষে সে প্রতিশ্রুতি রেখেছিলেন।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর