ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাইডেন ভালো মানুষ হবেন: বুশ
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডেমোক্রেট দলের জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। অভিনন্দন-বার্তায় বুশ বলেছেন, যদিও আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, তবুও আমি মনে করি, জো বাইডেন ভালো মানুষ হবেন।

তিনি দেশকে নেতৃত্ব দেওয়া ও ঐক্যবদ্ধ করার সুযোগ পেয়েছেন। ডেমোক্রেট হিসেবে লড়লেও তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও ওবামার জন্য যা চেয়েছিলাম, জো বাইডেনের জন্যও তা-ই চাইছি। আমি তার সাফল্য কামনা করি।

বুশ জানান, ইতিমধ্যে তিনি বাইডেন এবং কমলা হ্যারিসের সঙ্গে কথা বলেছেন, আমি এই মাত্র জো বাইডেনের সঙ্গে কথা বললাম। গত রাতের দেশপ্রেমিক বার্তার জন্য আমি তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি। কথা বলেছি কমলা হ্যারিসের সঙ্গেও।

বুশ তার বিবৃতিতে ট্রাম্পকে কঠিন লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প সম্পর্কে তিনি বলছেন, ৭ কোটির বেশি মার্কিন নাগরিকের ভোট পাওয়া একটি অসাধারণ রাজনৈতিক অর্জন, যা বাইডেনের পর ইতিহাসের সর্বোচ্চ ভোট।

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর