ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নির্বাচনে কারচুপি তদন্তের আবেদন, ক্ষোভে শীর্ষ আইনজীবীর পদত্যাগ
অনলাইন ডেস্ক
ট্রাম্পের সঙ্গে রিচার্ড পিলগার

নির্বাচনে কারচুপি তদন্ত করতে বলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার সোমবার পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার কেন্দ্রীয় আইনজীবীদের বলেছিলেন, তাদের উচিত ভোটগ্রহণে অনিয়মের অভিযোগের বিষয়টি যাচাই বাছাই করা।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলি এখনো নির্বাচনের ফলাফলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়নি। সেই ঘোষণার আগেই অভিযোগের বিষয়গুলো যাচাই বাছাই করতে বলেছিলেন উইলিয়াম বার। এতে ক্ষিপ্ত হয়ে রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন। 

রিচার্ড পিলগার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পাবলিক ইনটেগ্রিটি সেকশনের নির্বাচনে অপরাধ বিষয়ক বিভাগের পরিচালক। সহকর্মীদের ইমেইলে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন রিচার্ড পিলগার।

যুক্তরাষ্ট্রের মূল সারির গণমাধ্যম এরইমধ্যে জো বাইডেনকে ৪৬তম প্রেসিডেন্ট ঘোষণা করেছে। তবে এখনো পরাজয় মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হবে আগামী ২০ জানুয়ারি। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর