ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আলাস্কায় ট্রাম্পের জয়, ইলেকটোরাল ভোট বেড়ে ২১৭
অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কা অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ রাজ্যে   জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটিতে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি। ফলে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট ২১৪ থেকে বেড়ে ২১৭টি হয়েছে।  

এপির খবরে বলা হয়েছে, আলাস্কা অঙ্গরাজ্যে ৭৫ শতাংশ ভোট গণনা শেষে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)।

গত ৩ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জো বাইডেন মোট ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। দেশটিতে প্রেসিডেন্ট পদে জয়ী হতে হলে মোট ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন হয়। ফলে জো বাইডেন ইতোমধ্যে জয় নিশ্চিত করেছেন। দেশটিতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর