ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পরাজয় মানতে নারাজ ট্রাম্প, জর্জিয়ায় লক্ষাধিক ভোট গোনা হবে হাতে!
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে যে মার্কিন নির্বাচনের ভোট পুনর্গণনা হবে, সেই সিদ্ধান্ত আগেই হয়েছিল। সেই প্রসঙ্গে গতকাল বুধবার (১১ নভেম্বর) জর্জিয়ার রাজ্য সচিব বললেন, ‌অডিট করা হবে। লক্ষ লক্ষ ব্যালট হাতে গোনা হবে। 

জর্জিয়ায় প্রায় ৪৯ লাখের বেশি ভোট ব্যালটে পড়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে আছেনজো বাইডেন। এর আগে পেনসিলভেনিয়া জিতে হোয়াইট হাউস দখলের পথ পরিষ্কার করে ফেলেছেন বাইডেন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যে বাইডেনই হচ্ছেন, তা নিশ্চিত। 

তারপরও জর্জিয়ায় পুনর্গণনার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সচিব ব্র্যাড র‌্যাফেন্সপারগার বলেন, ভোট ব্যবধান এতটাই কম যে, প্রতিটি কাউন্টিতে ভোট হাতে গোনা জরুরি। যাতে গোটা বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায়। 

নিয়ম অনুযায়ী ২০ নভেম্বরের মধ্যে প্রত্যেক রাজ্যকে গণনা শেষ করে জয়ী প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলে দিতে হয়। রিপাবলিকান নেতা ব্র‌্যাড জানান, ‌আশা করছি সময়ের মধ্যেই পুনর্গণনা প্রক্রিয়া শেষ হবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর