ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
অনলাইন ডেস্ক
ছবি গোল ডটকেমর।

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে চমক হিসেবে আছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইউসুফা মৌকোকো। এ ছাড়া চূড়ান্ত দলে আছেন ২০১৪ বিশ্বকাপ ফাইনালে গোল করা মারিও গোটজে। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসের।

লিওনেল মেসি বেশ কয়েকবারই বলেছেন, ২০১৪ সালে জার্মানির কাছে বিশ্বকাপের ফাইনালে হেরে অনেকদিন ঘুমাতে পারেননি তিনি। তার জন্য সেটা অনেকটা দুঃস্বপ্নের মতো। আর্জেন্টিনার বাকি ফুটবলার ও সমর্থকদের জন্যও ওই হার অনেকটা একই রকম। ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুযোগ ছিল ব্রাজিলের মাটিতে। 

কিন্তু মারিও গোটজের ১১৪ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। যদিও ২০১৮ সালের বিশ্বকাপে খুবই খারাপ করে জার্মানি। এবার সেই স্মৃতি ভুলে যেতে চাইবে দেশটির। ওইবার গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : ম্যানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্র্যাপ (ফ্রাঙ্কফুর্ট)।

ডিফেন্ডার : ম্যাথিয়াস গিন্টার (ফ্রেইবার্গ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকলাস সুলে (বরুশিয়া ডর্টমুন্ড), নিকো শ্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), থিলো কেহেরার (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), ডেভিড রাউম (আরবি লিপজিগ), লুকাস ক্লোস্টারম্যান (আরবি লিপজিগ), আরমেল বেলা-কোটচাপ (সাউদাম্পটন), ক্রিশ্চিয়ান গুন্টার (ফ্রাইবার্গ)।

মিডফিল্ডার : ইল্কে গুন্দোগান (ম্যানচেস্টার সিটি), জোনাস হফম্যান (বরুসিয়া মোয়েনচেংগ্লাডবাখ), লিওন গোরেটজকা, সার্জ গ্যানাব্রী, লেরয় সানে, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিচ, থমাস মুলার (সবাই বায়ার্ন মিউনিখ), জুলিয়ান ব্র্যান্ডট (বরুশিয়া ডর্টমুন্ড), মারিও গোটজে (ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট)।

স্ট্রাইকার : কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মৌকোকো (বরুশিয়া ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ওয়ের্ডার ব্রেমেন), করিম আদেইমি (বরুশিয়া ডর্টমুন্ড)।

সূত্র : দ্য মিরর।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর