ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবারের দলটাকেও কেন ২০১৪ সালের মতো বলছেন মেসি?
অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবারের দলটার সাথেও ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে গিয়ে হেরে যাওয়া দলটার অনেক মিল খুঁজে পাচ্ছেন। সেবার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপার খুব কাছ থেকে ফিরে এসেছিল মেসিরা।

মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে আমরা দারুণ খেলেছিলাম। এটা ছিলো মনে রাখার মতো অভিজ্ঞতা। আমি বেশ উভপোভ করেছি। সেবারই আমি আরও পরিষ্কার হয়েছিলাম যে, দলবদ্ধ হয়ে খেলা কতোটা জরুরি।’

মেসি আরও বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে পৌঁছে দেয়। আজ আমি উপলব্ধি করছি, এই দলটার (কাতার বিশ্বকাপ) সাথে ২০১৪ বিশ্বকাপের দলটারও বেশ মিল আছে।’

আর এই বিশ্বকাপই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ সেই ইঙ্গিতও তিনি আগেই দিয়ে রেখেছেন।

সূত্র: গোল ডটকম

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর