ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বড় শিকারের আশায় কোস্টারিকা
অনলাইন ডেস্ক

এবার রাঘব-বোয়াল শিকারের মিশন নিয়ে মাঠে নেমেছে কোস্টারিকা। 

এবারের গ্রুপ পর্বের বৈতরণী পেরুতেই কোস্টারিকাকে জার্মানি, স্পেন ও জাপানকে মোকাবেলা করতে হবে। একথায় গ্রুপ পর্বেই চিড়ে চ্যাপ্টা হওয়ার দশা দলটির।

তবে দলটির ডিফেন্ডার কেন্দাল ওয়াসতন হাল ছাড়তে নারাজ। তিনি বরং বড় দলগুলোর চোখে চোখ রেখেই লড়তে চান।

ওয়াসতন বলেন ‘অনেকে বলে আমরা পাগলের মতো এগিয়ে যাওয়ার ও চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করি। পাগলেরাই কিন্তু চিন্তাগুলো করতে পারে এবং বড় কিছু অর্জন করতে পারে।’

তার ভাষায় ‘আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে…এটা সহজ নয়। স্পেন খুবই শক্তিশালী দল, কিন্তু ভালো একটা বিশ্বকাপ পার করতে কঠোর পরিশ্রম করেছি আমরা। তাই আবার কেন আমরা জায়ান্ট কিলার হতে পারব না?’

ওয়াসতনের এটা তৃতীয় বিশ্বকাপ। মাঝ মাঠ মাতানো এই ফুটবলার মনে করেন, অসম্ভব বলে কিছু নেই। তিনি বলেছেন, ‘যতটা পারি চেষ্টা করব। আমি মনে করি না, কোনোকিছুই অসম্ভব। তারাও আমাদের মতোই ফুটবলার, আমাদের মতো তাদেরও দুই হাত, দুই পা, এক মাথা….তারা এলিয়েন নয়।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর