ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চমক দেখাতে প্রস্তুত সৌদি আরব; বিশ্বকাপ দল ঘোষণা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও পোল্যান্ডের মতো দলের সঙ্গে একই গ্রুপে সৌদি আরব। ‘সি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ মেক্সিকো। কঠিন এই গ্রুপে গতবারের মতো চমক দেখাতে হলে সেরা কিছুই করতে হবে হার্ভ রেনার্ডের দলকে।

গতবার রাশিয়া ও উরুগুয়ের কাছে হারার পর মিশরের বিপক্ষে ৯৪-এর পর প্রথম বিশ্বকাপ ম্যাচ জিতেছিল সৌদি আরব। ১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপে নেমেই শেষ ষোলোতে উঠে যাওয়া দলটি এবারও ২৮ বছর আগের সেরা সাফল্য ফিরিয়ে আনতে মুখিয়ে। সেই লক্ষ্যে দল ঘোষণা করেছেন রেনার্ড। তার প্রত্যাশা, একটা-দুটা অঘটন ঘটিয়ে নকআউটে ওঠা।

আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরব।

সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস, নাওয়াফ আল-আকিদি, মোহাম্মদ আল-ইয়ামি

ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি, আলি আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ মাদু, হাসান তাম্বাক্তি, সুলতান আল-ঘানম, মোহাম্মদ আল-ব্রেক, সৌদ আবদুলহামিদ

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলি আল-হাসান, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-মালকি, সামি আল-নাজেই, আবদুল্লাহ ওতাইফ, নাসের আল-দাওসারি, আবদুল রহমান আল-আবুদ, সালেম আল-দাওসারি, হাতান বাহেবরি

ফরোয়ার্ড: হাইথাম আসিরি, সালেহ আল-শেহরি, ফিরাস আল-বুরাইকান

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর