ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাহিল বচন: ‘অস্ট্রেলিয়ার কাছে বাজবে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা, শিরোপা ব্রাজিলের’
অনলাইন ডেস্ক

২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা সে নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ রাখছেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে এগিয়ে, আবার মেসি বলছেন ফেবারিট তারা নন এবার এগিয়ে ফ্রান্স-ব্রাজিল।

সেই হিসেবের মাঝেই নতুন গল্প শোনালেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম কাহিল। তার মতে আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে। আর মেসিদের বিদায় ঘণ্টা বাজাবে তার দল অস্ট্রেলিয়া। 

গতকাল সোমবার (১৪ নভেম্বর) কাতার বিশ্বকাপের ওয়েবসাইটে বিশ্বকাপের চ্যাম্পিয়ন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন টিম কাহিল। 

এ ব্যাপারে সাবেক অজি অধিনায়কের ভাষ্য, ‘অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে লিওনেল মেসির আর্জেন্টিনার।’ আর্জেন্টিনাকে হারাতে অজিদের কী করতে হবে সে টোটকাটাও দিয়েছেন কাহিল। 

আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলবে না উল্লেখ করে অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আরও বলেন, যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন তখন দেখবেন তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে। যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়েই যাচ্ছে।

কাহিল আর দাবি করেছেন, সৌদি আরব আর কাতার এবার খেলবে শেষ ষোলোয়। তার মতে কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে!

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর