ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাতার বিশ্বকাপ: চ্যাম্পিয়ন-রানারআপ পাবে কতো টাকা?
অনলাইন ডেস্ক

কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপের মহারণ। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির মতো বাঘা বাঘা দলগুলো। খেলা তো কেবল খেলা নয়, ফুটবলের এই মহাযজ্ঞে আছে টাকা পয়সার হিসেবে।

আসর শুরুর আগেই দেখে নেয়া যাক এই আসরের চ্যাম্পিয়ন ও রানারআপসহ অংশ নেওয়া দলগুলো পাবে কী রকম অর্থ।

ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের সবার জন্য প্রাইজমানি নেই। তবে শেষ ১৬ নিশ্চিত করা প্রত্যেক দলের জন্যই আছে অর্থ বরাদ্দ।  

ফিফা জানিয়েছে, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবে ৪৪ মিলিয়ন ডলার বা  ৪০৪ কোটিরও বেশি টাকা। আর রানারআপ পাবে প্রায় ২৯০ কোটি টাকা। 

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পাবে প্রায় ১৬৪ কোটি টাকা করে। তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২৬০ ও ২৪০ কোটি টাকা।

 

সূত্র: মার্কা ও আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর