ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হলান্ডের আক্ষেপ; একদিন বিশ্বকাপ খেলার স্বপ্ন!
অনলাইন ডেস্ক

গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হলান্ড। এরপর থেকে আছেন দারুণ ছন্দে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৩ ম্যাচে করেছেন ১৮ গোল। এই ছোট্ট সময়েই ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। এমন ছন্দে থাকা একজনের উপস্থিতি বিশ্বকাপকে আরও আলোকিত করত নিশ্চিতভাবেই। কিন্তু বাছাইয়ে নরওয়ে বাদ পড়ে শেষ হয়ে যায় হলান্ডের বিশ্বকাপ খেলার স্বপ্ন।

নরওয়ের হয়ে ২১ গোল করা হলান্ডকে তাই বিশ্বকাপ দেখতে হবে দর্শক হিসেবে। অভিজ্ঞতাটা মোটেও সুখকর না হলেও বাস্তবতা মেনে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

হলান্ড বলেন, “আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম, কিন্তু এটিই এখন বাস্তবতা (যে) আমি সেখানে খেলব না।”

“আমরা সবচেয়ে বড় যে কাজটা করতে পারি তাহলে, কোনো বিশ্বকাপে বা ইউরোয় খেলতে পারি। অবশ্যই জাতীয় দলের হয়ে এটাই আমার লক্ষ্য। আমরা জানি, এটা কঠিন। তবে আশা করি, ভবিষ্যতে একদিন আমি সেখানে খেলতে পারব।”

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর