ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের মঞ্চে গোল খরা কাটিয়ে রেকর্ডের আশায় জিরুদ
অনলাইন ডেস্ক

দুইটি বিশ্বকাপ খেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেও সেরাদের মঞ্চে ব্যক্তিগত পারফরম্যান্স তেমন ভালো নয় অলিভিয়ে জিরুদের। স্ট্রাইকার হয়েও ১২ ম্যাচ খেলে গোল করতে পেরেছেন মোটে একটি! আসছে কাতার বিশ্বকাপে সংখ্যাটা আশানুরূপ বাড়বে বলে আশাবাদী জিরুদ। 

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জিরুদ সেবার আসর শেষ করেন কোনো গোল ছাড়াই। বৈশ্বিক আসরে তার একমাত্র গোলটি এসেছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে।

কাতারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ৩৬ বছর বয়সী জিরুদ আশা প্রকাশ করেন, হতাশার জাল ছিড়ে এবারের বিশ্বকাপে গোল করে দলকে যথাসম্ভব সাহায্য করতে পারবেন তিনি। 

“হ্যাঁ, আমি ২০১৪ বিশ্বকাপে একটি এবং ২০১৬ ইউরোয় কয়েকটি গোল করেছি। দলের জন্য গোল করা গুরুত্বপূর্ণ। দলের জন্য আমি আমার দুইশত ভাগ উজাড় করে দেব।” 

“নিজের দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য এক ধরনের আশীর্বাদ।” 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর