ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে শেষ দল হিসেবে কাতারে ব্রাজিল
অনলাইন ডেস্ক

মঞ্চ প্রস্তুত। বিশ্ব ফুটবলের ৩২টি সেরা দল চলে এসেছে কাতারে। লাখ লাখ দর্শক এখন দোহা, আল রাইয়্যান, আল খোর, আল ওয়াকরাহ শহর এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছেন। অনেকে আছেন সৌদি আরব, ওমান এবং আরব আমিরাতে। নিজের দলের ম্যাচের দিন তারা আসবে কাতারে। সবাই প্রস্তুত বিশ্বকাপের জন্য। অপেক্ষা কেবল ইতালিয়ান রেফারি ড্যানিয়েল ওরসাটোর বাঁশি বাজানোর। তিনিই আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার-ইকুয়েডর লড়াই শুরু করবেন বাঁশি বাজিয়ে।

বিশ্বকাপের ৩২ দলের ৩১টি আগেই কাতার পৌঁছেছে। বাকি ছিল কেবল ব্রাজিল। হেক্সা জয়ের মিশন নিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে শনিবার রাতে কাতার পৌঁছেছে সেলেকাওরাও।

ইতালির তুরিন থেকে যাত্রা করে কাতারের স্থানীয় সময় মধ্যরাতে নেইমার-ভিনিসিউসদের বহনকারী ফ্লাইটটি দোহা বিমানবন্দরে অবতরণ করে।

হেক্সা জয়ের মিশনে বাছাইপর্বে দারুণ খেলেছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি তারা ছিল অপরাজিত। ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থেকেই তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। সবশেষ তারা কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হেরেছিল। এরপর থেকে গেল ১৫ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।

এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের হেক্সা জয়ের মিশন শুরু হবে। এরপর ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আর ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর