ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামছেন কি মেসি?
অনলাইন ডেস্ক
শনিবার মেসি দলের অনুশীলনে একা একা প্র্যাকটিস করেন

সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে কি নামছেন লিওনেল আন্দ্রেস মেসি?  স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’র খবরে বলা হয়েছে, শনিবার মেসি দলের অনুশীলনে একা একা প্র্যাকটিস করেন। এতেই মহাতারকার চোটের জল্পনা প্রবল হয়েছে।

মার্কা’র প্রতিবেদন  অনুযায়ী, “শুক্রবার মেসি অনুশীলন করেননি। দলের সঙ্গে মাঠে নামেননি। তবে অনুশীলনের ঠিক ১০ মিনিট আগে মেসি মাঠে নামেন। তা-ও একা একা।” এমন প্রতিবেদনে মেসির চোট নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

মঙ্গলবার কাতারে পা রাখার পরে বৃহস্পতিবার মেসিরা ওয়ার্মআপ ম্যাচ খেলেন আরব আমিরশাহির বিপক্ষে। সেই ম্যাচে নব্বই মিনিটই মাঠে ছিলেন সুপারস্টার। এ নিয়ে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপে নামতে চলেছেন কিংবদন্তি। ২০১৪-য় অল্পের জন্য বিশ্বকাপ জেতা হয়নি। এবার সেই আক্ষেপ পূরণ করলেই ম্যারাডোনার সঙ্গে একাসনে বসিয়ে দেওয়া হবে তাকে।

আর্জেন্টিনা পুরোপুরি মেসি-নির্ভর। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, “ও এবার বিশ্বকাপ উপভোগ করতে এসেছে। দলের সতীর্থ হোক বা অনুশীলনে মেসি পুরো প্রসেসটাই উপভোগ করছেন।”

কোপা জয়ী আর্জেন্টিনা দল এবার কাতারে গিয়েছে দেশের অন্যতম সেরা মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোকে ছাড়াই। চোটের জন্য এবার কাতারে আসতে পারেননি তিনি। তবে আর্জেন্টিনার মাঝমাঠে ভরসা জোগাতে রয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্র মার্টিনেজ, লিয়েন্দ্র পারেদেস-দের মত তারকা এবং অপফ্রন্টে মেসির সঙ্গেই থাকবেন চিরতরুণ এঞ্জেল ডি মারিয়া।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর