ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে এরিকসেনের কাছে বিশ্বকাপে ফেরা ‘বিশেষ কিছু’
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ফিরতে পারাটা ‘বিশেষ কিছু’ মনে করছেন ডেনমার্কের ফুটবল তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। গত বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর একটি পরিপূর্ণ প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন এ ফুটবল তারকা।  

২০২১ সালের জুনে কোপেনহগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠেই লুটিয়ে পড়েন এই প্লে মেকার। সে  সময় স্টেডিয়াম ভর্তি দর্শকের পাশাপাশি টেলিভিশনের লাখ লাখ দর্শকের সামনেই ঘটেছিল হৃদয়বিদারক ওই ঘটনাটি। 

এ সময় চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার সময় তিনি তার স্ত্রী সাবরিনাকে বলেছিলেন, সম্ভবত আর কখনো ফুটবল খেলতে পারবেন না। তবে আট মাস পরেই প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসেন এরিকসেন। তার দেহে লাগানো হয় প্রতিস্থাপন যোগ্য কৃত্রিম হৃদযন্ত্র। এর কারণে ইতালীয় আইনে তাকে ছাড়তে হয় তৎকালীন ক্লাব ইন্টার মিলান। 

তবে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন এরিকসেন, সেই সঙ্গে ফিরে আসেন আন্তর্জাতিক ক্যারিয়ারে। 

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে যুক্ত হওয়া এরিকসেন বলেন,‘ জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নিতে পারাটা আমার কাছে ‘বিশেষ কিছু’। এটি এমন একটি ব্যাপার, যা আমি মনে প্রাণে চেয়েছিলাম এবং এখানে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। ওই ঘটনা আমাকে বেঁচে থাকা এবং পরিবারের সঙ্গে থাকার মর্ম অনুধাবন করতে শিখিয়েছে।’ 

ডি’ গ্রুপ থেকে আগামী মঙ্গলবার তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করবে ডেনমার্ক। গ্রুপে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে এই বছর নেশন্স লিগে হোম এন্ড অ্যাওয়ে দুটি ম্যাচেই হারিয়েছে তারা। 

গুরুত্বপূর্ণ তারকা ফর্মে ফেরায়, ডেনমার্কের শক্তি তখনকার তুলনায় আরো বেড়ে গেছে। ২০২০ ইউরো সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে সামান্য ব্যবধানে হেরে ছিটকে পড়েছিল দলটি। 

এরিকসেন বলেন,‘ ব্যক্তিগত ভাবেও দলের অংশ হতে পারাটা আমার সব সময় ভালো লাগে। আশা করছি দলকে যতটুকু সম্ভব এগিয়ে নিতে আমি সর্বাত্মক সহযোগিতা করতে পারব। জানি আমরা ফ্রান্সকে হারিয়েছি। তবে এই টুর্নামেন্টে বছরের অন্য সময়ের তুলনায় ফ্রান্স পরিণত হয় ভিন্ন একটি দলে। তবে আমরাও জানি কি করতে হবে এবং সেই অপেক্ষাতেই আছি।’

এরিকসেন বলেন,‘ জাতীয় দল সব সময় শক্তিশালী হয়। আমি মনে করি (অসুস্থতা থেকে) ফিরে যখন এসেছি, তখন দলের প্রতি, ভক্তদের প্রতি আস্থাটা অনেক বড় থাকবে।’

ডেনমার্কের সহকারী কোচ মর্টেন উইগহর্টস বলেন, এরিকসেন হচ্ছে দলের এবং দেশের বাকী মানুষের জন্য ‘অনুপ্রেরণা’। আমার মতে দুর্ঘটনার পর সে আগের চেয়েও ভালো করছে। আমার দৃঢ় বিশ্বাস সে আরো ভালো করবে এবং সেরা খেলোয়াড়ে পরিণত হবে।’

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর