ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোল করে যেভাবে ইতিহাস হলেন ইকুয়েডরের ভালেন্সিয়া
নিজস্ব প্রতিবেদক

মরুর বুকে ইতিহাসের প্রথম বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপের শুরুর তৃতীয় মিনিটেই প্রতিপক্ষ স্বাগতিক কাতারের জালে বল পাঠায় ইকুয়েডর। তবে অফসাইডের মারপ্যাচে সে গোলটা হয়নি।

কিন্তু গোল পেতে ইকুয়েডরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়া। আর এভাবেই তিনি মরুর বুকের প্রথম বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে জায়গা করে নেন ইতিহাসের পাতায়।

আল বাইত স্টেডিয়ামে রবিবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ায় ফুটবলের লড়াই। বিতর্কিত অফসাইডের পর একের পর এক আক্রমণে কাতারকে প্রবল চাপ ধরে রাখে ইকুয়েডর। তার এক পর্যায়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভালেন্সিয়া। তাকে গোলরক্ষক সাদ আলশিয়েব ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নিখুঁত শটে বল জালে পাঠান ফেনেরবাচের ফরোয়ার্ড ভালেন্সিয়া। গোলরক্ষক আর সেই বলটা আটকাতে পারেননি।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর