ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জার্মানি-জাপান: বিশ্বকাপে প্রথমবার দু’জনার হবে দেখা!
অনলাইন ডেস্ক

এ যেনো প্রথম দেখার মহা উপলক্ষ। এর আগে এমন বড় মঞ্চে আর তাদের দেখা হয়নি, এমনকি প্রতিযোগিতামূল ফুটবলেও দেখা হয়নি দুই দেশের।

গল্পটা  এশিয়ার জাপান আর ইউরোপের জার্মানির। তারা সবশেষ প্রীতি ম্যাচও খেলেছে দেড় দশকের বেশি সময় আগে!  

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি জার্মানি ও জাপান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে খেলা। 

এনিয়ে ২০তম বিশ্বকাপে খেলতে যাচ্ছে জার্মানি। শিরোপাও জিতেছে চার বার। বিপরীতে ১৯৯৮ আসর দিয়ে বিশ্বকাপে খেলে জাপান। পরের ছয়টি আসরেই বাছাই পর্বে পেরিয়ে বিশ্ব মঞ্চে খেলছে তারা। যেখানে শেষ ষোলোতে গেছে তিনবার। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর