ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্সকে ফেবারিট মানছেন রোনালদো
অনলাইন ডেস্ক

নিজের দেশ পর্তুগালকে ফেবারিটের তালিকায় রাখলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মতে এবারের বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে আছে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল আর আর্জেন্টিনা। সাথে তিনি ইউরোপের দেশ ফ্রান্সকেও রাখছেন এই তালিকায়।

রোনালদো বলেছেন, ‘ব্রাজিল, আর্জেন্টিনা আর ফ্রান্স এই দলগুলোর সামনে এবার সেরা সুযোগ। স্পেন আর জার্মানিও ভালো দল। তবে ২০১৬ ইউরোতে আমরা কিন্তু সবাইকে চমকে দেওয়ার সামর্থ্যের জানান দিয়েছি।’

পর্তুগাল চ্যাম্পিয়ন হলে রোনালদোর ফুটবল ক্যারিয়ারে ষোলোকলা পূর্ণ হবে। এই পর্তুগিজ তারকা ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপার সাথে জাতীয় দলের হয়ে ইউরো ও উয়েফা নেশনস লিগ জিতেছেন। 

তবে রোনালদো বলছেন, ‘আমার কিছুর অভাব নেই। সবই আছে। বিশ্বকাপ জেতাটা অবশ্যই চমকপ্রদ ব্যাপার হবে। স্বপ্নপূরণ হবে। তবে এখন ৩৭ বছর ৮ মাস বয়সে যদি নিজেকে আমার প্রমাণ করতে হয়, সেটা তো বিস্ময়কর। এযাবৎ যা অর্জন করেছি, তার জন্য আমি গর্বিত। স্রষ্টাকে ধন্যবাদ জানাই। আমার জীবনে কোনো কিছুর কমতি নেই।’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর