ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলের গোলেও জয় পেল না যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
টিমোথি উইয়াহ ও প্রেসিডেন্ট জর্জ উইয়াহ (ডানে)

পশ্চিম আফ্রিকার একটি দেশ লাইবেরিয়া। জনসংখ্যা ৬০ লাখের মতো। সে দেশের প্রেসিডেন্ট জর্জ উইয়াহ, একজন সাবেক ফুটবলার। মোনাকো, পিএসজি, চেলসি, ম্যান সিটির মতো ক্লাবেও খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে ৪০০’র উপর ম্যাচ। প্রায় ২০০ গোল। লাইবেরিয়ার হয়ে ৭৫ ম্যাচে ১৮ গোল। ১৯৯৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। সাবেক এই স্ট্রাইকার ২০১৮ সালে আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট হন। নিশ্চয়ই ভাবছেন, যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস ম্যাচ নিয়ে হঠাৎ কেন জর্জ উইয়াহ প্রসঙ্গ উঠে আসছে। কারণ, তার ছেলের নাম টিমোথি উইয়াহ। জন্ম যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে। বিশ্বকাপে খেলছেন যুক্তরাষ্ট্রের জার্সিতেই। ক্লাব ফুটবলে খেলেন প্যারিসের প্রথম ডিভিশনে লিলির হয়ে।

সোমবার রাতে আল রাইয়ান স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে অবশ্য জিততে পারেনি যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩৬তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের পাস থেকে প্রথম গোলটি করেছিলেন টিমোথি উইয়াহ। ওয়েলস সমতা ফেরায় ৮২তম মিনিটে। স্পট কিক থেকে গোলটি করেন গ্যারেথ বেল। যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে এখন পর্যন্ত তিমোথির মোট গোল চারটি। এর মধ্যে কাতার বিশ্বকাপে একটি গোল। অন্যদিকে, তার বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল। বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাবের হয়ে দু'হাত ভরে সাফল্য পেলেও জর্জ উইয়াহর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ছিলো কোনদিন বিশ্বকাপ না খেলতে পারা। তবে, বাবা বিশ্বকাপ খেলতে না পারলেও ছেলে ঠিকই খেলছেন বিশ্বকাপ।

সূত্র : টিভিনাইন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর