ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌদির জালে এক গোল দিয়ে বিরতিতে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে মাঠে নেমেছে ফেভারিট আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তাদের বিশ্বকাপ অভিযান। সৌদি আরবের বিপক্ষে মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। সেটাও দলের প্রাণভোমরা লিওনেল মেসির গোলে। শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধান নিয়েই বিরতিতে যায় ফেভারিটরা। 

পেনাল্টি নিয়ে সম্প্রতি অনেক দুর্নাম থাকলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আজ কোনো ভুল করেননি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় আলতো ছোঁয়ায় বা প্রান্ত দিয়ে পরাস্ত করেন সৌদি আরব গোলরক্ষককে। 

ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেসির বাঁ পায়ের দুর্দান্ত একটি শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক আল ওয়েসিস।

খেলার ৮ম মিনিটেই কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। কিক নেন মেসি। এ সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো প্যারেদেসকে ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৭ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ এবং এবারই শেষ সুযোগ তার বিশ্বকাপ জয়ের। সে লক্ষ্যেই সৌদি আরবের বিপক্ষে সূচনাটা ভালোই হয়েছে বলা যায় মেসির।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর