ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিংবদন্তি অঁরির পাশে নাম লেখালেন জিরুড
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ম্যাচের শুরুর দিকে বল স্পর্শই করতে পারছিলেন না অলিভিয়ে জিরুড। সেই তিনি জ্বলে উঠলেন সময় গড়ানোর সঙ্গে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের সুবাস ছড়িয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার আসনে থিয়েরি অঁরির পাশে বসলেন এই স্ট্রাইকার।

আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে দলের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করেন জিরুড। ৩২তম মিনিটে আদ্রিওঁ রাবিওর পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে অনায়াসে প্লেসিং শটে নিজের প্রথম গোলটি করেন তিনি। জাতীয় দলের হয়ে এটি তার ৫০তম গোল আর ৭১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের ক্রসে হেডে দলের চতুর্থ গোলটি করেন ৩৬ বছর বয়সী ফুটবলার।

১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত ১২৩ ম্যাচে ৫১ গোল করে এতদিন ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এককভাবে ছিল অঁরির। এই কিংবদন্তির পাশে জিরুড বসলেন ১১৫ ম্যাচ খেলে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর