ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আমরা সহজেই ৫-০ ব্যবধানে জিততে পারতাম: ডি মারিয়া
অনলাইন ডেস্ক

টানা ৩৬ ম্যাচের অপরাজেয় রথে চড়ে কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল আর্জেন্টিনা্ কিন্তু সব পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে লিওনেল স্কালোনির দলকে হারিয়ে চমক দেখাল সৌদি আরব।

আলবিসেলেস্তেরা প্রথমার্ধে ৭টি অফসাইডের শিকার হয়, যেখানে তিনটি গোল বাতিল করা হয়। এর মধ্যে দু'টি ছিল লাউতারো মার্টিনেজের এবং আরেকটি মেসির। 

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসে পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ডি মারিয়া জানালেন, আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল কিন্তু আমরা সেটি করতে পারিনি। আমরা সহজেই ৫-০তে জিততে পারতাম। তারা আমাদের রক্ষণে দুই-তিনবারের বেশি আসেনি।'

ডি মারিয়ার কথায়, 'এখনো দুই ম্যাচ বাকি আছে, যেটি আমাদের জন্য ফাইনাল। আমরা নিজেদের সেরাটা দেখিয়েই এগিয়ে যাবো'

আর্জেন্টিনা গ্রুপ পর্বে পরের ম্যাচ খেলবে ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। আর মেসিদের গ্রুপের শেষ ম্যাচ রবার্ট লেভানডভস্কির ইউরোপের দেশ পোল্যান্ড। ওই ম্যাচ মাঠে গড়াবে ৩০ নভেম্বর।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর