ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারালো স্পেন
অনলাইন ডেস্ক
স্পেনের ফেরান তোরেস (ডানদিকে), তার দলের চতুর্থ গোল করার পর উদযাপন করছেন। ছবি : এপির

ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে গ্রুপ-ই-তে বুধবার রাতে কোস্টারিকার মুখোমুখি হয় স্পেন।

২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া স্পেন প্রথম ম্যাচে ৭-০ গোলে বড় জয় পেল।

৯০ মিনিটের খেলা শেষে রেফারি ৮ মিনিটের অতিরিক্ত সময় দেন। তখন ৬-০ গোলে এগিয়ে ছিল স্পেন। এরপর মোরাতার আরেক গোল। ফলে ৭-০ গোলে থামে স্পেন। 

এর আগের গোলটি করে কার্লোস সোলের। নিকো উইলিয়ামসের ক্রস আসে, ফলোয়াপ করেন কার্লোস সোলের। ম্যাচের ৭৪ মিনিটে ৫-০ ব্যবধান করে স্পেন। তখন ১৮ বছরের গাভির গোলে এই ব্যবধান বাড়ে দলটির। 

এর এক মিনিট আগেই কোস্টারিকার জালে চতুর্থতম গোল করে স্পেন। ম্যাচের ৫৪ মিনিটে এদিনের ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে ফেললেন ফেরান তোরেস। 

এর আগে প্রথমার্ধের খেলা শেষে ৩-০ তে এগিয়ে ছিল স্পেন। কোস্টারিকাকে সেভাবে জায়গা দেয়নি গাভিরা। প্রথমার্ধে ৮৪ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল স্পেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর