ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাজিল কি ড্রোন দিয়ে সার্বিয়ার অনুশীলনে গোয়েন্দাগিরি করেছে?
অনলাইন ডেস্ক

ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ তারা বিশ্বকাপ জয় করেছে ২০০২ সালে। এশিয়ার মাটিতে (জাপান-দক্ষিণ কোরিয়ায়)। এরপর বহু বছর কেটে গেছে। দুই দশক। ব্রাজিল আর বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি। এই সময়ের মধ্যে ২০১৪ সালে সেমিফাইনাল খেলাই ছিল তাদের সেরা ফল। 

তবে দীর্ঘ সময় পর ব্রাজিল আরও একটা দল পেয়েছে বিশ্বকাপ জয় করার মতো। গোলরক্ষক অ্যালিসন বর্তমান ফুটবলে সেরাদের একজন। ডিফেন্সের থিয়াগো সিলভা, মারকুইনহস, ড্যানিলো, এডার মিলিটাওদের পাশাপাশি আছেন ৩৯ বছরের অভিজ্ঞ দানি আলভেস। মিডফিল্ডে কাসেমিরো, ফ্রেড, পাকেতাদের সঙ্গে থাকবেন নেইমারও। মূলত ফরোয়ার্ড লাইনের হলেও নেইমারকে এবার অ্যাটাকিং মিডফিল্ডেই রাখতে পারেন ব্রাজিল কোচ তিতে। ফরোয়ার্ড লাইনে থাকবেন ভিনিসাস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, রডরিগো, পেড্রো ও রাফিনহারা। তিতে এমন এক দল পেয়েছেন, যাদের বিশ্বকাপ জয়ের মতো সম্ভাব্য সব যোগ্যতাই রয়েছে। এবার কেবল অপেক্ষা মাঠের লড়াইয়ের। সেখানে নিজেদের মেলে ধরতে পারলে ব্রাজিলের হেক্সার আশা এবার পূরণ হতেই পারে!

ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। লুসাইল আইকনিক স্টেডিয়ামে দিবারাত একটায় সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের আগে বরাবরের মতো উঠে এলো পুরোনো অভিযোগ। ব্রাজিল নাকি ড্রোন ব্যবহার করে সার্বিয়ার অনুশীলনে গোয়েন্দাগিরি করেছে। সত্যিই কি তাই?

খোদ সার্বিয়া কোচ দ্রাগান স্টোকোভিচ উড়িয়ে দিলেন এমন সম্ভাবনার কথা। জানালেন, এসব গুঞ্জন সত্যি হওয়ার প্রশ্নই আসে না। বরং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন এবং নেইমারকে নিয়ে গড়া ব্রাজিলের ভয়ংকর আক্রমণ সামলানো নিয়েই বেশি ভাবছেন তিনি।

স্টোকোভিচ বলেন, ‘আমি বিশ্বাস করি না, তারা আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তারা কেন সেটা করতে যাবে? তারা এমনিতেই ফুটবল পাওয়ার। আমি মনে করি না তারা ড্রোন ব্যবহার করে আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তাই একে ভুয়া নিউজই বলতে হবে। যদি তারা ড্রোন পাঠিয়েও থাকে, সত্যি বলতে আমি জানি না তারা কী দেখতে পাবে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর