ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপ: এবারই প্রথম হবে তাদের দেখা
অনলাইন ডেস্ক

ইউরোপের দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে এশিয়ার দেশ জাপান। অন্যদিকে স্পেনের কাছে ৭-০ গোলে হেরে বিধ্বস্ত কোস্টারিকা।

তাই ভিন্ন পরিস্থিতি নিয়েই দুই দল আল-রাইয়ানের সুন্দা আহমেদ বিন আলি স্টেডিয়াম আগামী রবিবার 'ই' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। 

আর মজার বিষয় হলো বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি জাপান-কোস্টা রিকা।

১৯৯৮ থেকে শুরু করে এবারের আসর সহ টানা সাতটি বিশ্বকাপে খেলছে জাপান। এবারই প্রথম টানা তিন বিশ্বকাপে খেলছে কোস্টা রিকা। জাপানের গোলরক্ষক কাওয়াশিমা এইজি ও ডিফেন্ডার নাগাটোমো ইউকোর এটি চতুর্থ বিশ্বকাপ। তাদের আগে দেশটির হয়ে চারটি বিশ্বকাপ খেলার কীর্তি রয়েছে সাবেক দুই গোলরক্ষক ইয়োশিকাতসু কাওয়াগুচি ও সের্জিও নারাজাকির।

এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের৷ চারটি জিতেছে জাপান, অন্যটি ড্র। ফলে কোনো অঘটন না ঘটলে কোস্টারিকাকে হারিয়ে দেবে জাপান এটা মোটামুটি নিশ্চিত।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর