ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জার্মানি কী গ্রুপ পর্বেই বিদায় নেবে?
অনলাইন ডেস্ক

এবারও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কা জার্মানির সামনে। জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে এখন দলটির পিঠ দেয়ালে ঠেকে গেছে।

উত্তরসূরিদের এমন পারফরম্যান্সে হতাশ বিশ্বকাপ জয়ী সাবেক জার্মান স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমান। শেষ ষোলোয় যেতে ফর্মে থাকা স্পেনের বিপক্ষে হান্সি ফ্লিকের দলকে অলৌকিক কিছুতেই ক্লিক করতে হবে বলে মনে করেন তিনি।

ক্লিন্সমান বিবিসি রেডিও ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘অবশ্যই এটি আমাদের জার্মানদের জন্য খুবই হতাশাজনক। দলের সামগ্রিক পারফরম্যান্স ভালো ছিল না। রাশিয়ায় বিপর্যয়, গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আমরা যা আশা করেছিলাম, তা হয়নি।’ 

তার মতে, ‘আমাদের আশা ছিল, তারা সঠিক মনোভাব দেখাবে, গতিময় ফুটবল খেলবে, নিজেদের শক্তি মেলে ধরবে। এমনকি তারা ১-০ গোলে এগিয়ে থাকলেও ইংল্যান্ডের (প্রথম ম্যাচে যারা ইরানকে হারায় ৬-২ গোলে) মতো খুব কার্যকর ছিল বলে আমার মনে হয়নি। একটি গোল করলে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ গোল করতে চাইতে হবে।’ 

ক্লিন্সমান মনে করেন, ‘এখন জার্মানির পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি তারা স্পেনের বিপক্ষে অলৌকিক কিছু না করতে পারে, স্পেনকে হারাতে না পারে, তাহলে তাদের বাড়ির পথ ধরতে হতে পারে।’ 

আল বাইত স্টেডিয়ামে আগামী রবিবার বাঁচা মরার লড়াইয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামছে জার্মানি।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর